ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাজধানীতে বাস চাপায় অজ্ঞাত নারী নিহত, আটক ১ 

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৫:১৯ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর কাপ্তান বাজারের মুরগি পট্টি এলাকায় গাউছিয়া এক্সপ্রেস নামে একটি বাসের চাপায় অজ্ঞাত(৫০) এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক ওই বাসের হেলপার জীবনকে(১৬) আটক করেছে পুলিশ।

সোমবার(১১ আগষ্ট) দুপুর বারোটার  দিকে এই ঘটনা ঘটে । পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসটির হেলপার জীবন জানায়, গাড়ির ড্রাইভার আকাশ আমাকে গাড়িটি সাইড করতে বলে চলে যায়। আসিয়ান পরিবহনের একটি বাস পাশেই পার্কিং করার ছিল। আমি গাড়ি একটু সামনে আগাতেই বাসের পাশ দিয়ে ওই নারী যেতে গেলে দুই বাসের মাঝখানে চাপা পড়ে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারী থানা পুলিশকে জানিয়েছি। এই ঘটনায় ওই বাসের হেলপার আমাদের ক্যাম্পে আটক রয়েছে।