ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

জেলিফিশের আক্রমণে বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৮:৪৯ পিএম
ফ্রান্সের উত্তরাঞ্চলের গ্রেভলাইনস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি- সংগৃহীত

ফ্রান্সের উত্তরাঞ্চলের গ্রেভলাইনস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত অপারেটর ইডিএফ। শীতল পানি টেনে আনা ফিল্টার ড্রামে জেলিফিশের ঝাঁক ঢুকে পড়ে। সোমবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ফ্রান্স ২৪

সোমবার (১১ আগস্ট) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।

দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এই কেন্দ্রটি উত্তর সাগরের সাথে যুক্ত একটি খাল থেকে পানি টেনে এনে শীতল করা হয়।

রোববার গভীর রাতে পাম্পিং স্টেশনের শীতল পানি প্রবাহের ফিল্টার ড্রামগুলো হঠাৎ বিপুল পরিমাণ জেলিফিশে ভরে যায়। ফলে চুল্লি ২, ৩ ও ৪ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পর চুল্লি ৬-ও অফলাইন হয়ে যায়।

অন্য দুটি ইউনিট আগেই পরিকল্পিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকায় পুরো কেন্দ্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ইডিএফ জানিয়েছে, এই ঘটনা ‘অপ্রত্যাশিত’ ছিল এবং ক্যালাইস ও ডানকার্কের মাঝামাঝি ফরাসি উপকূলে অবস্থিত এই কেন্দ্রটি গ্রীষ্মকালে উষ্ণ পানির কারণে জেলিফিশ উপকূলে ভিড় করার স্বাভাবিক মৌসুমেই এই সমস্যার মুখে পড়ে।

সংস্থাটি আরও জানিয়েছে, এতে কেন্দ্রের অবকাঠামো, কর্মী বা পরিবেশের নিরাপত্তার ওপর কোনো প্রভাব পড়েনি।

গ্রেভলাইনস বিদ্যুৎকেন্দ্রে মোট ছয়টি ইউনিট রয়েছে, প্রতিটি ৯০০ মেগাওয়াট ক্ষমতার। সব মিলিয়ে কেন্দ্রটি ৫.৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এই কেন্দ্রটি ২০৪০ সালের মধ্যে দুটি পরবর্তী প্রজন্মের চুল্লি চালু করার কথা রয়েছে, যার প্রতিটির ক্ষমতা এক হাজার ৬০০ মেগাওয়াট।