ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ঢাবির জহুরুল হক হল ছাত্রদলের নতুন নেতৃত্বে আসিফ-লিয়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৮:২১ পিএম
হাসিবুর রহমান আসিফ ও শাহরিয়ার লিয়ন। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন ১৮টি হলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুর রহমান আসিফ এবং শাহরিয়ার লিয়ন।

শুক্রবার (৮ আগস্ট) সকালে কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী। অন্যদিকে সদস্য সচিব শাহরিয়ার লিয়ন প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী। লিয়ন এর আগে হল শাখার সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

কমিটিতে দায়িত্ব পেয়ে আহ্বায়ক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত হল কমিটিতে ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। এ দায়িত্ব শুধু একটি পদ নয়, এটি ছাত্রদলের আদর্শ, ত্যাগ ও সংগ্রামের পতাকা হাতে তুলে নেওয়ার অঙ্গীকার।

বিশেষ কৃতজ্ঞতা জানাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি, আমার ওপর আস্থা ও দায়িত্ব অর্পণের জন্য। আমি প্রতিজ্ঞা করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, গৌরবময় ছাত্রদলের ঐতিহ্য ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বুকে ধারণ করে সততা, ঐক্য ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো। হলের প্রতিটি শিক্ষার্থীর অধিকার রক্ষায় ঐক্যের উদাহরণ স্থাপনে সর্বদা সচেষ্ট থাকব। আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আমার প্রয়োজন।’

সদস্য সচিব শাহরিয়ার লিয়ন বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করে রাজনীতি করে এসেছে। ঢাবি ছাত্রদলের নবগঠিত হল কমিটিগুলো প্রতিটি হলে শিক্ষার্থীদের এই মনোভাবকে ধারণ করেই কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া প্রাধান্য দিয়ে আমি কাজ করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’