রাজধানীর মগবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবুল বেপারী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে তিনটার দিকে পুলিশের সহায়তায় ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।
হাতিরঝিল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, গত ৮ আগস্ট বিকেলের দিকে ওই শিশুকে প্রতিবেশী বাবুল বেপারী তার বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার মা বাবার কাছে এসে বিষয়টি জানায়। পরে আজ আমাদেরকে বিষয়টি জানালে, শিশুর নানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ মামলা দায়ের করেন। আমরা অভিযুক্ত বাবুল বেপারীকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে শিশুটি ঢাকা মেডিক্যালের চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।