ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাজধানীর ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৪:২৬ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ পুলিশ কলোনির পিছনের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) দিবাগত রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১১ আগস্ট) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির অচেতন দেহটি উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক জানান, ওই ব্যক্তি বেঁচে নেই।’

তিনি বলেন, ‘আশপাশের মানুষদের জিজ্ঞেস করে আমরা অজ্ঞাত ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

এসআই আরও বলেন, নিহত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।