যশোরে চোর সন্দেহে পিটুনিতে আহত শাহিন হোসেন (৪০) মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত ১৯ নভেম্বর রাত ৯টার দিকে পিটুনিতে আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিহত শাহিন শহরের কাঁঠালতলা ঘোষপাড়ার মৃত মুজিবুর রহমানের ছেলে।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, ১৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে শহরের গরিবশাহ মাজার সংলগ্ন ভৈরব নদপারে শাহিনকে চোর সন্দেহে পিটুনি দেন স্থানীয় কয়েকজন। এ সময় মিলন নামে একজন তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল পৌনে ৫টার দিকে শাহিনের মৃত্যু হয়।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, শাহিনের মাথা, মুখ, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর লাশ মর্গে পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, ৫ দিন আগে গরিব মাজারের পাশে চোর সন্দেহে শাহিনকে স্থানীয় লোকজন পিটুনি দেয়। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



