বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা বেড়ে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, খালেদা জিয়া মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন, যাতে দ্রুত তার আরোগ্য লাভ হয়।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। হাসপাতালে পৌঁছার পর মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, তার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে এবং হার্ট ও ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে। আগামী ১২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়া কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন তা এখনই নির্ধারণ করা সম্ভব নয়। তার শারীরিক অবস্থার ওপরই সবকিছু নির্ভর করছে।
সর্বশেষ শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শেই তিনি এতে অংশগ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন তার প্রেস উইংয়ের কর্মকর্তারা।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন সেখানে অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল।
তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর উদ্দেশে দোয়া প্রার্থনা করা হয়েছে।

