ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাজধানীর মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে গাড়ি থেকে ২ মরদেহ উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৩:৫০ পিএম
সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতলের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতরে মরদেহ। ছবি- সংগৃহীত

রাজধানী মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা এক প্রাইভেট কারের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার হয়েছে। দুজনই পুরুষ, আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার পর মরদেহ দুটি উদ্ধার করে রমনা থানা-পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিনও কাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করে বলেছেন, দুপুর ১২টার দিকে ওই প্রাইভেটকারের ভেতর থেকে দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছি। তাদের শরীরের বেশকিছু অংশ পঁচে গেছে। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি, চেষ্টা চলছে।

এসব তথ্য নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা যায়, রোববার (১০ আগস্ট) সকালে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে গাড়িটি প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদে বলা হয়, গাড়িতে রোগী আছে। তবে দুদিনেও গাড়ি বের না হওয়ায় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা আজ গাড়িটির সামনে আসলে ভেতরে মরদেহ দেখতে পান।