ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

‘বিএনপি ক্ষমতায় গেলে পেপার মিলকে আধুনিকায়ন করা হবে’

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৮:০৫ পিএম
বক্তব্য দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও ২৯৯নং সংসদীয় আসনে (রাঙ্গামাটি) বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, কাপ্তাই চন্দ্রঘোনা কাগজকলকে আধুনিকায়নের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়াও দীর্ঘ বছরের প্রতীক্ষিত চন্দ্রঘোনা-রাইখালী সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’ 

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা জেটি ঘাটে বিএনপির আয়োজিত নির্বাচনি প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট দীপেন দেওয়ান আরও বলেন, ‘সব দিক বিবেচনা করলে কাপ্তাই উপজেলা একটি গুরুত্বপূর্ণ ও পর্যটন বান্ধব এলাকা। প্রাক্তন মহকুমা এই কাপ্তাই শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রেখেছে এবং জাতীয় পর্যায়ে গুরুত্ব বহন করে। তাই আমি নির্বাচিত হলে আপনারা যেসব দাবী করছেন, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউল আজম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এবং কাপ্তাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি দিলদার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা।