গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বহনকারী লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নমিতা রানী (২৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের মূলাইদ গ্রামের অটোস্পিনিং মিলস্ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে।
নিহত নমিতা রানী (২৫) রংপুর জেলার টেকের হাটের বদরগঞ্জ গ্রামের নলীতের মেয়ে। তিনি উপজেলার মূলাইদ গ্রামের আমিনুল মুন্সির বাড়িতে ভাড়া থেকে গাজীপুর সদর উপজেলার বানিয়ার চালা গ্রামের মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস্ লিমিটেডে চাকরি করতেন।
নিহতের বড় বোন সমিতা রানী জানান, আমার বোন সকাল সাড়ে পাঁচটার দিকে কর্মস্থলে যেতে বের হন। কিছু সময় পড়ে তার দুঘটনার খবর পাই। দৌড়ে থানায় এসে তার মরদেহ দেখতে পাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. কুদ্দুছ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত লেগুনাটি উদ্ধার করা হয়। ওই লেগুনাটি শ্রমিক নিয়ে গাজীপুর সদরের মোশারফ কম্পোজিট টেক্সটাইলে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হাড়িয়ে লেগুনাটি বিদ্যুতের খুঁটির সাথে থাক্কা লাগে।
এতে লেগুনার সামনের দিক ধুমরে যায়। ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।