ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলায় ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে আটক করা হয়েছে বলা দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সেপাহিজালার মাধবপুর থানাধীন কামঠানা এলাকা থেকে তাকে আটকের দাবি করা হয়। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বিএসএফের দাবি, বৃহস্পতিবার বিকেলে ৬০ ব্যাটালিয়নের বিজিবি সদস্য মোহাম্মদ মিরাজ ইসলাম সীমান্ত গেট নম্বর ১৩৬-১৩৭ পেরিয়ে প্রায় ১০০ মিটার ভেতরে ঢুকে পড়েন। তিনি আরেকজন বিজিবি সদস্যের সঙ্গে চা-বাগানে প্রবেশ করেন। তবে সতর্ক বিএসএফ সদস্যরা তা টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিরাজকে আটক করতে সক্ষম হন। অপরজন পালিয়ে বাংলাদেশে ফিরে যান।
প্রতিবেদনে বলা হয়, আটক বিজিবি সদস্যকে কামঠানা বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফ কর্মকর্তারা বলছেন, ‘মিরাজের কাছে অস্ত্র ছিল। তার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’
ইতোমধ্যে বিএসএফ ও বিজিবি কমান্ড্যান্টদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে এবং বিষয়টি শুক্রবার নির্ধারিত ফ্ল্যাগ মিটিংয়ে সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
এই সীমান্ত অঞ্চলটি প্রায়ই চোরাচালান ও অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।