ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

শিক্ষকদের আগস্টের বেতন নিয়ে যা জানা গেল

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১২:২০ পিএম
ছবি -সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের বিল আগামী ২৩ আগস্টের মধ্যে সাবমিট করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানদের কাছ থেকে তথ্য পাওয়ার পর বেতন-ভাতার হিসাব সম্পন্ন করে সেটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশাসন শাখায় পাঠাবে ইএমআইএস সেল।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার-৫ (এমপিও) মো. জহির উদ্দিন বলেন, আগস্ট মাস থেকে স্কুল-কলেজে কতজন শিক্ষক-কর্মচারী বেতন-ভাতা পাবেন সেই তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের পাঠাতে হবে। এই তথ্য পাওয়ার পর আমাদের কিছু কাজ করতে হবে। আগামী ২৭ আগস্টের মধ্যে আমরা বেতন বিল প্রস্তুত করে প্রশাসন শাখায় পাঠাব।

জানা গেছে, আগস্ট মাসে স্কুল-কলেজের প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর বেতনের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন ও কলেজের ৮৭ হাজার ৩৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে আগস্টের বেতনের অনুমোদন পাওয়ার পর এটি অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখা পাঠানো হবে।

গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে চলতি বছরের ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন-ভাতা পেয়েছেন। তারা জুন মাসের বেতন পেয়েছেন ১৫ জুলাইয়ের পর। জুলাইয়ের বেতন আগস্টের শুরুতেই পেয়েছেন তারা। এখন অপেক্ষা আগস্ট মাসের বেতনের।