ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

কন্যাশিশু দিবস

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০১:৩৩ এএম

সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায়ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। গতকাল বুধবার এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের বড়াল সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিরিন আখতার।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজনীন আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মতিয়া সুলতানা উর্মি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন এলাকার কন্যাশিশুরা। বক্তারা বলেন, কন্যাশিশু আজ আর অবহেলার প্রতীক নয়; বরং উন্নত, সমৃদ্ধ ও সমঅধিকারভিত্তিক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তারা সমান ভূমিকা রাখছে।