ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

জুলাই অভ্যুত্থানের নেতা-উপদেষ্টার ওপর হামলার ঘটনায় নিন্দা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১১:০৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কনস্যুলেট অফিসে গতকাল সোমবার (২৫ আগস্ট) জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে কনস্যুলেট অফিসে সন্ত্রাসী কায়দায় ভাঙচুরের ঘটনাও ঘটে।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম যৌথ বিবৃতিতে বলেন, ‘গত দেড় দশক ধরে বিরোধীমত দমন, গুম-খুন ও জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের শাসনামল দেশের ছাত্র-জনতা প্রত্যক্ষ করেছে। জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দেশের সীমানার বাইরেও ছড়িয়ে পড়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, পতিত ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী ও প্রতিষ্ঠিত সাংস্কৃতিক মহল কিছু নেতার বিরুদ্ধে বিভ্রান্তিকর অভিযোগ ছড়িয়ে তাদের হেয় করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি রক্তক্ষয়ী জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে খাটো করার অপচেষ্টা চলছে।

ছাত্র আন্দোলন সকল ছাত্র-জনতাকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। তারা উদ্বেগ প্রকাশ করেছে যে, বিদেশের মাটিতে নেতাদের ওপর হামলা চেষ্টার পরও অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো দৃশ্যমান প্রতিবাদ বা পদক্ষেপ দেখা যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের উদাসীনতা সরকারের সমন্বয়হীনতা ও ব্যর্থতার বহিঃপ্রকাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রতি স্পষ্ট অবস্থান গ্রহণ এবং কার্যকর পদক্ষেপের আহ্বান জানাচ্ছে।