ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বিক্ষোভের মুখে এমপিদের সুযোগ-সুবিধা কমাল ইন্দোনেশিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৬:১৬ পিএম
বিক্ষোভের ছবি। সংগৃহীত

সংসদ সদস্যদের জন্য নির্ধারিত বেশ কিছু সুযোগ-সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। এ বিষয়ে দেশটির রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে পাঁচ জনের প্রাণহানির ঘটনার পর বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংসদ সদস্যদের অতিরিক্ত বেতন ও আবাসন ভাতার বিরুদ্ধে গত সোমবার থেকে দেশটিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবার পুলিশের অভিযানে এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার পর বিক্ষোভ ভয়াবহ দাঙ্গায় রূপ নেয়। বিক্ষোভকারীরা দেশটির রাজনীতিক দলের কয়েকজন নেতার বাড়ি এবং সরকারি স্থাপনায় হামলা চালান।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ শনিবার (৩০ আগস্ট) রাতে দেশটির অর্থমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট করেন বিক্ষোভকারীরা।

রোববার রাষ্ট্রপতি প্রাসাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে দেশটির রাষ্ট্রপতি প্রাবোও। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশকে দাঙ্গাকারী ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের কিছু কর্মকাণ্ডে ‌‌‘সন্ত্রাসবাদ’ ও ‘রাষ্ট্রদ্রোহের’ আলামত দেখা গেছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

গত বছরের অক্টোবরে ক্ষমতায় আসার পর থেকে প্রাবোওর সরকার তেমন কোনো রাজনৈতিক বিরোধিতার মুখে পড়েনি। চলমান এই আন্দোলনই এখন পর্যন্ত তার সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।