ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

সাকিব-তামিমদের ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৮:১৮ পিএম
মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়লেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। দেশের সেরা চার তারকা—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী দলের সদস্য হিসেবে রেকর্ড গড়েছেন তিনি।

মাত্র এক দশকের ক্যারিয়ারে, বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের দিক থেকে তিনি এখন সবার ওপরে।

গতকালের নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল মুস্তাফিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫৩তম জয়। এই রেকর্ড গড়ার দিনেও তার বোলিং ছিল বরাবরের মতোই কিপটে।

৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিনি ১ উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয়।

এই জয়ের মাধ্যমে মুস্তাফিজুর তার মোট জয় সংখ্যা বাড়িয়ে ৫৩-তে নিয়ে গেছেন। এর ফলে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান। সাকিব তার ১২৯ ম্যাচের মধ্যে ৫২টি জিতেছিলেন। মুস্তাফিজ ১১২ ম্যাচ খেলেই এই মাইলফলকে পৌঁছান।

জয়ের তালিকায় মুস্তাফিজের পরেই আছেন সাকিব আল হাসান। এরপর লিটন দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদ উভয়েই ১০৮ ও ১৪১ ম্যাচ খেলে ৪৯টি করে জয় পেয়েছেন। মুশফিকুর রহিম ৩৭ জয় নিয়ে পঞ্চম স্থানে এবং ৭৪ ম্যাচ খেলা তামিম ইকবালের জয় ২৩টি।

তবে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ভারতের রোহিত শর্মার দখলে। তিনি ১৫৯ ম্যাচের মধ্যে ১০৯টি জিতেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ৮৬টি জয় পাকিস্তানের শোয়েব মালিকের। এই তালিকায় আছেন বিরাট কোহলি (৮২), হার্দিক পান্ডিয়া (৮১) ও মোহাম্মদ নবী (৮০)।