জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সভাপতি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১৫টি পদ থাকলেও শুধুমাত্র ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। মোট ৫৯ জন ভোটারের মধ্যে ৫৪ জন ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খন্দকার শরিফুল হুদা ফলাফল ঘোষণা করেন।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন: উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহমদ খান, দর্শন বিভাগের অধ্যাপক মোস্তফা নাজমুল মানসুর, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক শাহাদাত হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা। এ পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন: দর্শন বিভাগের অধ্যাপক জাকির হোসেন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরিফ।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম।
এ ছাড়া বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সংশ্লিষ্ট শিক্ষকরা। সম্পাদকীয় পদের মধ্যে সহ-সাংগঠনিক সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক আল-আমিন খান, কোষাধ্যক্ষ পদে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান খান, প্রচার সম্পাদক পদে একই বিভাগের এস এম মাহমুদুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আইআইটি বিভাগের অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, পরিবেশ ও গবেষণা সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আব্দুল হালিম এবং নারী বিষয়ক সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শামছুন নাহার নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: অধ্যাপক মো. গোলাম মোস্তফা, অধ্যাপক মোহা. তালিম হোসেন, অধ্যাপক নাহিদ আখতার, মিসেস কামরুন নেছা খন্দকার, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক আবু ফয়েজ মো. আসলাম, অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, অধ্যাপক তাসলিমা নাহার, অধ্যাপক মোহাম্মদ এমাদুল হুদা, অধ্যাপক এ কে এম জাহিদুল ইসলাম, অধ্যাপক মাসুম শাহরিয়ার ও অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক শামসুল আলম বলেন, ‘তারেক রহমানের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবার প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে, যা আমাদের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত। নির্বাচিত হয়ে আমি আনন্দিত। সেই সঙ্গে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জয়ী-পরাজিত সবার অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করতে চাই।’



