ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বিশ্ববিদ্যালয় পরিষদ বেতন সুপারিশ কমিটির সদস্য হলেন শেকৃবির অধ্যাপক আবুল বাশার

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:৪০ পিএম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার।

উচ্চশিক্ষা খাতে বেতন–ভাতা পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত নবম পে-কমিশনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে সুপারিশ প্রণয়ন করতে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ (এইউবি)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের পরামর্শক্রমে গঠিত এই কমিটিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

সম্প্রতি প্রাপ্ত এই মনোনয়ন তাকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ এনে দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, অধ্যাপক বাশারের দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে ন্যায্য, যৌক্তিক ও বাস্তবসম্মত বেতন-সুপারিশ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) ৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহকর্মী ও শিক্ষার্থীরা অধ্যাপক আবুল বাশারকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, তার নিষ্ঠা, সততা ও নেতৃত্বগুণ বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট সংগঠন উভয়ের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।