ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ড্যাবের যুগ্ম মহাসচিব হলেন যশোরের ডা. মামুন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৯:০৫ পিএম
ডা. আব্দুল্লাহ আল মামুন।

যশোরের কৃতী সন্তান ডা. আব্দুল্লাহ আল মামুন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ডা. মামুন সুনামের সাথে ড্যাবের কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক এবং শিক্ষক সমিতির মহাসচিবের পদেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবেও কাজ করছেন।

ডা. আব্দুল্লাহ আল মামুন যশোর শহরের রেলরোডে অবস্থিত ডেন্টিস্ট পয়েন্টের চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এবং চিকিৎসক সংগঠন ড্যাবের ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় গর্বিত। সকলের সহযোগিতায় আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই।’