ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

খুলনা ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১০:০৪ পিএম
খুলনায় জোড়া হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার দৌলতপুরে পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) এবং তুহিন। মামলার অপর দুই আসামি কুটি ও শামীমকে আদালত খালাস দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। তাকে রক্ষায় এগিয়ে আসা স্থানীয়দের ওপরও হামলা চালায় তারা। এ সময় সুপর্না সাহা গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। ঘটনার পরদিন নিহত পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক ডেইজি বলেন, ‘দীর্ঘ শুনানির পর আদালত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। অপর দুজনকে খালাস দেওয়া হয়েছে।’

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নিহতদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।