ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা ফের মারামারিতে লিপ্ত হয়েছে। পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সড়কে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ওপর চড়াও হলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সূত্রপাতের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী। এর জবাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আইডিয়াল কলেজের একজনকে মারধর করে। এ ঘটনার পর থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে দুই পক্ষের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকে। এ সময় কোনো অনভিপ্রেত পরিস্থিতি যেন তৈরি না হয়, তার চেষ্টা করে পুলিশ। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের ৫০-৬০ জন শিক্ষার্থী সংঘর্ষের উদ্দেশ্যে সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে জড়ো হন। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
পুলিশ মিরপুর সড়কের দিকে ধাওয়া দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ছত্রভঙ্গ হয়ে যায়।
ধানমন্ডি পশ্চিম থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে জড়ো হয়েছিল। তাদের আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়।

