‘ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিজ’ প্রকল্পের আওতায় ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে নিজেদের জীবন বদলেছেন রাজশাহীর প্রেমতলীর প্রান্তিক জনগোষ্ঠী। তাদের জীবনের এ পরিবর্তন দেখতে গ্রামীণফোন, টেলিনর এশিয়া ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উচ্চপদস্থ প্রতিনিধিদের সাথে নিয়ে সম্প্রতি এলাকাটি সফর করেছেন গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। গ্রামীণফোন, টেলিনর, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এই যৌথ উদ্যোগ এবং স্থানীয় পার্টনারদের সহযোগিতায় দেশজুড়ে ৩৩ লক্ষাধিক মানুষকে স্থানীয় প্রয়োজন অনুযায়ী ডিজিটাল সাক্ষরতা ও অনলাইন নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে ক্ষমতায়িত করা হয়েছে।

