ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

থমথমে চবি, সোমবারের পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৮:২৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আগামীকাল ১ সেপ্টেম্বরের (সোমবার) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে উল্লেখ করা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়জুড়ে সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও চলমান উত্তেজনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 

তিনি বলেন, ‘স্থানীয়দের হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের পরীক্ষা ছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এর প্রতিবাদে শিক্ষার্থীরা রোববার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন। বেলা ১২টার দিকে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে ওই একই এলাকায়। এতে উপ-উপাচার্য, প্রক্টরসহ শতাধিক শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ১ সেপ্টেম্বর রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে এবং যৌথবাহিনী মোতায়েন করে।