ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

চীন সফর বাতিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের, বিক্ষোভ দমাতে বন্ধ টিকটক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৩:৩৯ পিএম
আন্দোলনে টিয়ারশেল খাওয়া বিক্ষোভকারীদের চোখে পানি দেওয়ার দৃশ্য। ছবি- সংগৃহীত

চীন সফর বাতিল করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। আগামী বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ও জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিজয় শোভাযাত্রায়’ অংশ নেওয়ার কথা ছিল তার। তবে দেশজুড়ে অস্থিরতার কারণে শনিবার ওই সফর স্থগিত করেন তিনি।

এদিকে ইন্দোনেশিয়ায় কয়েকদিন ধরে চলা বিক্ষোভ রাজধানী জাকার্তার বাইরে ছড়িয়ে পড়েছে। একাধিক আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার ঘটনায় উত্তেজনা বাড়ছে দেশটিতে। বিশ্লেষকরা বলছেন, এক বছর হতে চলা প্রাবোও সরকারের জন্য এ বিক্ষোভ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিক্ষোভের পেছনে ভুয়া তথ্যের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেছে সরকার। এ কারণে টিকটক ঘোষণা দিয়েছে, সাময়িকভাবে ইন্দোনেশিয়ায় তাদের লাইভ ফিচার বন্ধ রাখা হবে। এর আগে মেটা ও টিকটকসহ বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রতিনিধিদের ডেকে ভুয়া তথ্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে বলেছিল সরকার।

কিছুদিন আগে সাংসদদের বেতন-ভাতা নিয়ে অসন্তোষ থেকে রাজধানী জাকার্তায় বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার ওয়েস্ট নুসা তেংগারা, মধ্য জাভার পেকালংগান ও পশ্চিম জাভার সিরেবোনে আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সিরেবোনে ভবনের বিভিন্ন সরঞ্জাম লুটও হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।

এর আগে শুক্রবার সাউথ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে পার্লামেন্ট ভবনে আগুন লাগার ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়। আগুনে আটকা পড়ে তারা প্রাণ হারান বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন আরও দুজন।