বিশ্ব ব্যাংকের কাছ থেকে তুরাগ নদের ১৭ কিলোমিটার ড্রেজিং এর টাকা মিলবে। নভেম্বর বা ডিসেম্বর মাসে এই প্রকল্পের অনুমোদন পাওয়া যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার জলাধার পুনঃরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপে এই কথা জানান তিনি।
রিজওয়ানা বলেন, ৫৪ বছরের মুখোমুখি দাঁড়িয়ে দেড় বছরে দৃষ্টান্ত স্থাপন করা আসলে কঠিন। ঢাকার জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে, এছাড়া ঢাকাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই।
তিনি আরও বলেন, বাঁকখালী নদীর দুপাশের দখল উচ্ছেদের পরিকল্পনা ছিল পাঁচ দিন। কিন্তু কার্যক্রম চালানো গেছে তিনদিন। যতই বাঁধা থাকুক আমরা এই নদী রক্ষা করবোই।
পরিবেশ উপদেষ্টা বলেন, মূল্যবোধের জায়গা থেকে আমরা কাজ শুরু করেছি। ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত কোনো সুরক্ষা আদেশ দেয়া হয়নি। আমি এসে হাওড় সুরক্ষা আদেশ দিলাম। শেষ পর্যন্ত নদীর তালিকাও তৈরি করতে পেরেছি।
নদী গবেষণা ইনস্টিটিউটের বাজেট বাড়িয়ে ৪ কোটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গবেষকদের এবার একটি কাজ হবে ঝুঁকিপূর্ণ নদীগুলোর তালিকা চূড়ান্ত করা।’
আঁড়িয়াল, চলন ও বেলাই বিল ভরাট থামাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ঢাকার জেলা প্রশাসককে ৪০টি পুকুর উদ্ধারে একটি বাজেট দেয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।