সম্প্রতি একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলে পুলিশ সদস্যদের প্রতিজনের জন্য ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা সিদ্ধান্তের কথা জানে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। তবে নির্দিষ্টভাবে কাউকে ধরার জন্য আর্থিক পুরস্কারের কোনো নির্দেশনার কথা আমার জানা নেই।’
তালেবুর রহমান আরও জানান, পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়ে থাকে। কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট কার্যক্রমের জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, এমন কোনো তথ্য বা সিদ্ধান্ত ডিএমপির কাছে নেই।
রাজধানীতে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বর্তমানে ডিএমপির অধীনে ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, যা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হয়। এ ছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে স্থানীয় সোসাইটির উদ্যোগে আরও প্রায় ১,২০০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
‘আমরা সিসিটিভির আওতা আরও বাড়ানোর চেষ্টা করছি,’ বলেন তালেবুর রহমান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।
মোহাম্মদপুর জোনের এসি এবং থানার দুই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি একটি নিতান্তই প্রশাসনিক সিদ্ধান্ত। অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) থানাটি পরিদর্শনে গিয়ে কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে তাদের ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।’
তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিভ্রান্তি বা গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। বরং এটিকে সদস্যদের দায়িত্ব পালনে সচেতন ও তৎপর রাখার অংশ হিসেবেই দেখা উচিত।’
সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা ঢাকাবাসীকে রাত ৯টার পর হাতিরঝিলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন, এমন দাবির বিষয়ে তালেবুর রহমান বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সচেষ্ট। হাতিরঝিলসহ যেকোনো এলাকায় নাগরিকরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন।’
তিনি জানান, যদি অন্য কোনো ইউনিট থেকে এমন নির্দেশনা দিয়ে থাকে, সেটি ডিএমপির জানা নেই।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন