ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দগ্ধ ফায়ার কর্মীদের সার্বিক সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:২৬ পিএম
ফায়ারকর্মীদের দেখতে জাতীয় বার্নে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি- রূপালী বাংলাদেশ

টঙ্গীর কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটে দগ্ধ ফায়ারকর্মীদের দেখতে এসে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহত ফায়ারকর্মীদের জন্য সব সার্বিক সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা।

সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল ত্যাগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে পরিত্যক্ত রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন গুদামে ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।