ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ব্যালন ডি’অরে পিএসজির জয়জয়কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:০৬ পিএম
ব্যালন ডি‍‍’অর ২০২৫। ছবি- সংগৃহীত

সোমবার রাতে যেন ব্যালন ডি’অরের মঞ্চটা তৈরি হয়েছিল শুধু পিএসজিকে পুরস্কৃত করার জন্য। অপ্রতিরোধ্য পারফরম্যান্সের সুবাদে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাপট দেখাল ফরাসি জায়ান্টরা।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়, ঘরোয়া ট্রেবল এবং এমন অসাধারণ দলীয় পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেল ব্যক্তিগত সব পুরস্কারে।

ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে জিতেছেন বর্ষসেরা খেলোয়াড়ের ব্যালন ডি’অর। তার হাতেই যে এই পুরস্কার উঠবে, তা একরকম নিশ্চিতই ছিল।

গত মৌসুমে ক্লাবের চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে রেকর্ড আট গোল করার পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতায় ৫৩ ম্যাচে ৩৫ গোল এবং ১৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।

ফরাসি লিগ আঁ, কাপ ও সুপার কাপ জয়েও তার অবদান ছিল অপরিসীম। বিশেষ করে, সুপার কাপের ফাইনালে তার জয়সূচক একমাত্র গোলটি ছিল স্মরণীয়।

ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি পিএসজির সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরও তিনটি পালক। ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা দ্বিতীয়বারের মতো পেয়েছেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’।

যদিও তিনি পিএসজির পক্ষ থেকে ট্রফি নিতে পারেননি, তবে গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে এই সম্মান দেওয়া হয়েছে।

বর্ষসেরা কোচের পুরস্কার ‘ইয়োহান ক্রুইফ ট্রফি’ জিতেছেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে।

আর্নে স্লট, হানসি ফ্লিক, আন্তোনিও কন্তে এবং এন্টসো মারেস্কার মতো অভিজ্ঞ কোচদের পেছনে ফেলে তার হাতেই উঠেছে এই সম্মান। ট্রেবল জেতানো এই কোচের হাতে পুরস্কারটি উঠা ছিল অনুমিত।

সবশেষে স্বপ্নের মতো একটি মৌসুম কাটানোর জন্য বর্ষসেরা ক্লাবের পুরস্কারও পেয়েছে পিএসজি।