ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মেঘনায় লঞ্চে গর্ভবতীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:৪৯ পিএম
চাঁদপুরে গর্ভবতী নারীর পাশে কোস্টগার্ড। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে একটি লঞ্চে থাকা এক গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের মেডিকেল টিম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন,  গতকাল সোমবার, একজন গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ‘মিতালি-৭’ নামক যাত্রীবাহী লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

আজ মঙ্গলবার মধ্যরাত ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নের হরিণাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় এবং তার জীবনের ঝুঁকি দেখা দেয়। তাৎক্ষণিকভাবে রোগীর এক আত্মীয় কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই-স্পিড বোটযোগে দ্রুত লঞ্চে পৌঁছে যায়। পরে মেডিকেল টিম গর্ভবতী নারীকে অক্সিজেন সরবরাহ করে এবং তাকে চাঁদপুর সদরঘাটে পৌঁছে দেয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, জনগণের সেবায় কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

এদিকে, গর্ভবতী নারীর সঙ্গে থাকা স্বজনরা কোস্টগার্ডের দ্রুত চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।