ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আজ হারলেও যে সমীকরণে ফাইনাল খেলতে পারে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৩:৫১ পিএম
পাকিস্তান ক্রিকেট দল। ছবি-সংগৃহীত

আজ এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভারতের কাছে বড় ব্যবধানে হেরে চাপে থাকা পাকিস্তান দলের জন্য এই ম্যাচটি এখন 'ডু অর ডাই' পরিস্থিতিতে পরিণত হয়েছে।

কিন্তু শ্রীলঙ্কার কাছে হারলেই যে টুর্নামেন্ট থেকে বিদায়, এমনটা ভাবার কোনো কারণ নেই। এখনও কিছু সমীকরণ পাকিস্তানকে ফাইনালে ওঠার সুযোগ করে দিতে পারে।

জিতলে পাকিস্তানের সমীকরণ

যদি পাকিস্তান আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে তাদের ফাইনালে যাওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে, পাকিস্তানকে শুধু বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় নিশ্চিত করতে হবে।

পাশাপাশি, তাদের আশা করতে হবে যেন বাংলাদেশ ভারতের কাছে হেরে যায়। এই তিনটি শর্ত পূরণ হলেই পাকিস্তান সরাসরি ফাইনালে চলে যাবে।

হারলেও সুযোগ থাকছে

আজ শ্রীলঙ্কার কাছে হেরে গেলে পাকিস্তান সরাসরি টুর্নামেন্ট থেকে বাদ পড়বে না। তবে তখন তাদের ভাগ্য সম্পূর্ণরূপে অন্যদের খেলার ফলাফলের ওপর নির্ভর করবে।

সেক্ষেত্রে পাকিস্তানকে ফাইনালে যেতে হলে দুটি শর্ত পূরণ হতে হবে।

১. ভারত যেন শ্রীলঙ্কা ও বাংলাদেশ—উভয় দলকেই পরাজিত করে।

২. পাকিস্তান যেন নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারায়, যাতে তাদের নেট রান রেট ভালো হয়।

এদিকে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এই জটিল সমীকরণগুলো মাথায় রেখেই আজ মাঠে নামছে পাকিস্তান।