ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

৬ বছর পর সভাপতি হিসেবে ফিরলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:১৯ পিএম
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলী। ছবি- সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দ্বিতীয়বারের মতো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে ছয় বছর পর সিএবি সভাপতি হিসেবে ফিরলেন তিনি।

এ দিন কলকাতায় সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় মহারাজের গোটা প্যানেল।

দিন কয়েক আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল সৌরভ গাঙ্গুলি সিএবির প্রেসিডেন্ট হতে চলেছেন। সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

মাত্র ৫০ মিনিটের সম্মেলন। সেখানেই সরকারিভাবে সৌরভকে সিএবি প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। চওড়া হাসি, শরীরি ভাষায় প্রবল আত্মবিশ্বাস নিয়ে রাত সাড়ে ৯টার কিছু আগে পুরো দল নিয়ে সিএবিতে হাজির হন মহারাজ।

আতশবাজির রোশনাইয়ে ইডেনে সৌরভকে বরণ করে নেযন অনুরাগীরা। প্রথমে সহসভাপতি নীতীশ রঞ্জন (অণু) দত্তকে নিয়ে মহারাজ চলে যান তার ঘরে, বসিয়ে দেন চেয়ারে।

পরে একে একে কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সচিব বাবলু কোলে ও যুগ্মসচিব মদন ঘোষকে তাদের চেয়ারে বসিয়ে নিজের চেয়ারে গিয়ে আসন গ্রহণ করেন প্রেসিডেন্ট সৌরভ। সেইসঙ্গে বাংলার ক্রিকেট প্রশাসনে দ্বিতীয় ইনিংস শুরু হয় তার।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, ইডেনের সিএবির একটা পরিকাঠামো আছেই। সেখানে ছোটখাটো কিছু সংযুক্তি কিংবা পরিবর্তন আসবে। এর পিছনে কোনো রকেট সায়েন্স নেই।

সৌরভ বলেন, অনেক পরিকল্পনা রয়েছে। আপাতত রনজি ট্রফির প্রস্তুতি নিয়ে বাংলা দলের সঙ্গে বৈঠক করব। দু’মাস পর রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। খুব ভালো খেলা হবে। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ।