প্যারিসের ঝলমলে মঞ্চে সোমবার রাতে ফুটবল বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি'অর হাতে নিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না ফরাসি তারকা উসমান দেম্বেলে। ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি'অর হাতে পেয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি।
পিএসজির এই ফরোয়ার্ড বিজয়ী ভাষণে তার শৈশবের কঠিন দিনগুলো এবং পরিবারের আত্মত্যাগের কথা স্মরণ করেন। যখন সঞ্চালক তার মাকে মঞ্চে ডেকে নেন, মা-ছেলের উষ্ণ আলিঙ্গনে পুরো অনুষ্ঠান আরও বেশি আবেগঘন হয়ে ওঠে।
এবারের ব্যালন ডি'অর জেতার লড়াইয়ে দেম্বেলে পেছনে ফেলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ও তার পিএসজি সতীর্থ ভিটিনহাকে।
সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ২৮ বছর বয়সি এই তারকা পিএসজিকে ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৌসুমজুড়ে তার ধারাবাহিক পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ ভূমিকা তাকে ভোটের দৌড়ে এগিয়ে রাখে।
পুরস্কার প্রদান করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি এবং সাবেক ব্যালন ডি'অর জয়ী রোনালদিনহো। রোনালদিনহোর হাত থেকে ট্রফি গ্রহণের পর দেম্বেলে তার জয় উৎসর্গ করেন পরিবারকে।
আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমার মা, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি সবসময় আমার পাশে ছিলে। আমার পরিবার—আমরা একসাথে অনেক কিছু সহ্য করেছি, অনেক পথ পেরিয়েছি। আমরা সবসময় একসাথে থাকব।’