ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ব্যালন ডি‍‍’অর নিয়ে ক্ষুব্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:৪১ পিএম
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

২০২৫ সালের ব্যালন ডি'অর পুরস্কারের ফলাফল ঘোষণার পর থেকেই ফুটবল মহলে চলছে নানা আলোচনা ও বিতর্ক।

এবারের আসরে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার পঞ্চম স্থান অর্জন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বদেশি ও সাবেক সতীর্থ নেইমার জুনিয়র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করে নেইমার এই ফলাফলকে 'সম্পূর্ণ বাজে রসিকতা' বলে মন্তব্য করেছেন।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে রাফিনিয়ার অসাধারণ পারফরম্যান্সের পর তিনি ব্যালন ডি'অরের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন, কিন্তু নেইমারের মতে তার স্থান আরও ওপরে হওয়া উচিত ছিল।

রাফিনিয়া ৫৭ ম্যাচে ৩৪টি গোল করেছেন এবং ২৫টি অ্যাসিস্ট দিয়েছেন, যা তাকে দলের আক্রমণভাগের মূল তারকাদের মধ্যে একজন করে তুলেছিল।

তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বার্সেলোনা গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছিল।

নেইমার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘রাফিনিয়া পঞ্চম? এটা একেবারেই বাজে রসিকতা!’

তিনি আরও উল্লেখ করেন যে, এমন অসাধারণ পারফরম্যান্সের পরও তার সতীর্থের এই স্থান পাওয়াটা হতাশাজনক।

যদিও নেইমার নিজে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যালন ডি'অর জিততে পারেননি। নেইমার সান্তোস, বার্সেলোনা এবং পিএসজিতে অসংখ্য শিরোপা জিতেছেন। ব্যক্তিগতভাবে তার সেরা সাফল্য ছিল ২০১৫ এবং ২০১৭ সালে তৃতীয় স্থান অর্জন।