ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৮:০৯ পিএম
মাদকের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ। ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শপথ গ্রহণ করেছেন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজে ‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এই শপথ পাঠ করানো হয়।

সেমিনারের আয়োজন করে সাতক্ষীরা জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান শহীদসহ অন্যরা।

বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংস করে দেয়। এই ভয়াবহ বিপদ থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানকে হতে হবে সচেতনতার প্রধান কেন্দ্রবিন্দু। শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই পারে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের নেতৃত্বে উপস্থিত সবাই মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শপথ গ্রহণ করেন।


অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।