ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা ও পর্যটন শিল্পের উন্নয়ন সম্ভব। মানুষের মাঝে ধর্মের বিকাশ ঘটাতেও সম্প্রীতির বিকল্প নেই।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘শারদীয় দুর্গোৎসব যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য রাষ্ট্রের সব বাহিনী একযোগে কাজ করছে। সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
সভায় বক্তারা পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ও জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।