এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে লঙ্কানরা।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে রাত সাড়ে আটটায়।
এর আগে, সুপার ফোরের প্রথম ম্যাচে দু’দলই হয়েছে পরাজয়ের শিকার। বাংলাদেশের কাছে হেরে শ্রীলঙ্কা অনেকটাই ব্যাকফুটে।
অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয়ে পাকিস্তানের আত্মবিশ্বাসও কিছুটা নড়বড়ে।
তাই দুই দলের সামনেই এখন একটাই লক্ষ্য—জয় তুলে নিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকা।
আজকের আগে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩ বারের দেখায় পাকিস্তানের ১৩ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ১০টি।
সুপার ফোরের আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
শ্রীলংকা: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।