ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৯:৩৮ পিএম
কালু কাজী। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল চেকপোস্ট বাজারে চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৩) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বাজারের রাজা বাদশা মানি এক্সচেঞ্জারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু কাজী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হাসেম কাজীর ছেলে। তিনি পরিবারসহ বেনাপোলের বড়আঁচড়া গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কালু কাজী তার দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিদ্যুতায়িত দোকানের মাটিতে পড়ে তিনি অচেতন হয়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোকানের কর্মচারী আরিফ জানান, ‘চা বানানোর জন্য আমি কেটলিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হই এবং মালিক কালু ভাইয়ের গায়ের ওপর পড়ে যাই। আমি অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠলেও কালু ভাই আর জ্ঞানে ফেরেননি।’

বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’