জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন। তিনি যখন জাতিসংঘের উদ্দেশে গাড়ি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ মার্কিন পুলিশ তার রাস্তা আটকে দেয়। কারণ হিসেবে জানানো হয়, ওই রাস্তায় ট্রাম্পের গাড়িবহর আসবে, তাই সুরক্ষার স্বার্থে রাস্তা বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।
মার্কিন পুলিশ জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর আসছে, এ জন্য দুঃখিত, আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছি।’ ম্যাখোঁ বলেন, ‘গাড়িবহর এখনো দেখা যায়নি, আমাকে যাওয়ার অনুমতি দিন। আমি আপনার সঙ্গে সমঝোতা করছি।’ ম্যাখোঁর কথা শুনে মার্কিন পুলিশ হেসে চলে যান।
পরে পুলিশি বাধা থেকে মুক্ত হতে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফোনে ম্যাখোঁ ট্রাম্পকে বলেন, ‘কেমন আছেন? অনুমান করুন, আমি এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, কারণ সবকিছু আপনার জন্য বন্ধ করা হয়েছে।’ এ সময় গাজা ও ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট।