নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনীতে নির্মাণাধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১-এর সিদ্ধিরগঞ্জের আদমজী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে ফতুল্লার পিলকুনীতে অবস্থিত নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটে। শ্রমিকদের পোশাক পরে প্রথমে ৩ ডাকাত ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আরও সদস্যরা যোগ দিয়ে সেখান থেকে সাব-স্টেশন নির্মাণে ব্যবহৃত কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, তামার তারসহ আনুমানিক ৬৫ লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ একটি ট্রাকে তুলে নিয়ে যায়।
ঘটনার পর ফতুল্লা থানায় একটি মামলা দায়ের হলে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে। পরবর্তীতে ডাকাত দলের হোতা লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, খেলনা পিস্তল, চাকু, চাপাতি ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ডাকাত দলের প্রধান লিটনের বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।