ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

‘বেহেস্তের টিকেটের প্রলোভনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে জামায়াত’

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:২৮ পিএম
বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি- রূপালী বাংলাদেশ

সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘জামায়াত নেতাকর্মীরা বেহেশতের টিকেট দেওয়ার প্রলোভন দেখিয়ে মুসলিম নারী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকায় নবজীবন সেন্টারে লালমনিরহাট জেলা মহিলা দল, সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার প্রসঙ্গে দুলু বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন, যা নতুন প্রজন্ম ও নারী সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। হাজারো বাধা ও কষ্ট সত্ত্বেও তিনি দেশ ছাড়েননি, নেতাকর্মী ও জনগণকে কখনো ত্যাগ করেননি।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন এবং অসুস্থ অবস্থাতেও জনগণের অধিকার রক্ষায় আত্মত্যাগ করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত।’

দুলু আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আজ খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিচ্ছে।’

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লায়লা হাবিব। সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি আরজিনা পারভিন রেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জিন্নাত ফেরদৌস আরা রোজী ও সাংগঠনিক সম্পাদক আফরোজা পারভিন শাপলা। এ ছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন পৌর মহিলা দলের আহ্বায়ক মাকসুদা আক্তারসহ অনেকে।

বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থরক্ষার আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।