জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে সংস্থাটির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৮০তম অধিবেশন শুরু হয়।
ভাষণে জাতিসংঘ তার সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে না বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, একটি বাজে লিফট এবং একটি ভাঙ্গা টেলিপ্রম্পটার ছাড়া তিনি সংস্থাটি থেকে কিছুই পাননি।
এ সময় দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ৭ মাসের মধ্যে ৭ টি যুদ্ধ বন্ধের দাবি করেন তিনি। তার মতে, এসব সমস্যার সমাধানে জাতিসংঘ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ভাষণে জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, জাতিসংঘ মূলত নির্বাক এবং নির্বাক—কখনো যুদ্ধ থামাতে পারে না বলে জানান তিনি।