এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আজ রাতে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে শ্রীলঙ্কা অনেকটাই ব্যাকফুটে। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয়ে পাকিস্তানের আত্মবিশ্বাসও কিছুটা নড়বড়ে।
তাই দুই দলের সামনেই এখন একটাই লক্ষ্য—জয় তুলে নিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকা।
ভারতের বিপক্ষে হারলেও সেই ম্যাচের ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সে এখনো আত্মবিশ্বাসী পাকিস্তান দল। যদিও সেই ম্যাচে ফখর জামানের আউট এবং হারিস রউফের অঙ্গভঙ্গি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে।
এমনকি ফিফটি করে শাহিবজাদা ফারহানের উদযাপন নিয়েও বিতর্ক চলছে। তবে এই ওপেনার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এসব বিতর্ককে তিনি মোটেই পাত্তা দিচ্ছেন না।
এদিকে, পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে থাকলেও শ্রীলঙ্কা তাদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আশাবাদী। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩ বারের দেখায় পাকিস্তানের ১৩ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ১০টি।
কিন্তু এই পরিসংখ্যানে একটি গুরুত্বপূর্ণ দিক আছে—পাকিস্তানের বিপক্ষে শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। ২০১৭ সালের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে আর কোনো জয় পায়নি লঙ্কানরা।