ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরে ১৫০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:৪৯ পিএম
ইয়াবাসহ নূরুল আমিন গ্রেপ্তার। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর লঞ্চঘাট থেকে ১ হাজার ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূরুল আমিন (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর শহরের ২ নম্বর পল্টুন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি এ.কে.এম.এস. ইকবাল।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা যুবক নূরুল আমিন কক্সবাজার জেলার উখিয়া থানার মো. আবুল হাশেমের ছেলে।

নৌ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ২ নম্বর পল্টুনে অবস্থানরত নূরুল আমিনের প্যান্টের বাম পকেট থেকে কালো কসটেপে মোড়ানো অবস্থায় ১ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেন নৌ থানার এসআই আবুল হাশেম, কনস্টেবল বিপ্লব ও কনস্টেবল খালেদ। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬ হাজার টাকা।

ওসি এ.কে.এম.এস. ইকবাল বলেন, ‘গ্রেপ্তারকৃত নূরুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’