ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

অনুশীলনে চোট পেলেন টাইগার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৫৬ পিএম
চোট পেলেন লিটন কুমার দাস। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। ব্যাটিং অনুশীলনের সময় ডান পাঁজরে চোট পেয়েছেন দলের অধিনায়ক লিটন দাস।

যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, চোট গুরুতর নয়, তবে শেষ পর্যন্ত তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

গতকাল অনুশীলনের সময় ফিল্ডিং সেশন শেষ করে ব্যাটিং করতে নামেন লিটন। এ সময় পাঁজরের ডান পাশে চোট পান তিনি। সঙ্গে সঙ্গেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এবং প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এরপর আর ব্যাটিং করেননি এই তারকা ক্রিকেটার। বেঞ্চে বসে সতীর্থদের অনুশীলন দেখতে দেখা যায় তাকে।

লিটনের চোটের বিষয়ে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে দলের একজন সদস্য জানিয়েছেন, আঘাত গুরুতর নয়।