ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:১১ পিএম
ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ৫ জন। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালাই ইউনিয়নের বার মাইল থেকে তিন দীঘিগামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: স্বাধীন (৪২), রাকিবুল হাসান (১৮), মনিরুজ্জামান (২৪), জাকরিয়া (২০) ও মেজবাউল হাসান নাঈম (২২)।

জানা যায়, সোমবার রাতে কুর্নিপাড়া বাজার থেকে পূর্ব দিকে পাকা রাস্তায় ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পাঁচজনকে আটক করে গণধোলাই দেয়। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার জানান, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, দুটি স্টিলের লাঠি ও দুটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে এবং মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।