যশোরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিনজন গণপিটুনির শিকার হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার হুদার মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফরিদপুরের মধুখালী থানার মেছারদিহা গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনির হোসেন (২৮), সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পুরুরা আলতা গ্রামের চুন্নু মাতব্বরের ছেলে সোহেল মাতব্বর (২৭) ও জুইকান্দা গ্রামের ওহাব মাতব্বরের ছেলে শফিক মাতব্বর (৩৮)।
তারা যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, হুদার মোড়ে গরু চুরির সময় মনির, সোহেল ও শফিক মাতব্বর জনতার হাতে ধরা পড়েন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জোবায়ের আহমেদ জানান, গণপিটুনির শিকার তিনজনের অবস্থাই গুরুতর।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তারা বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।