ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

গাজাবাসীদের জন্য মাস্তুল ফাউন্ডেশনে অনুদান প্রদান

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০২:২৪ পিএম
মাস্তুল ফাউন্ডেশন গাজা সংকট শুরু থেকেই যুদ্ধাহত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। ছবি- রূপালী বাংলাদেশ

মানবতার সেবায় আবারও এক উজ্জ্বল নজির স্থাপন করল লেবানন প্রবাসী বাংলাদেশীদের সংগঠন গোল্ডেন স্টার ফাউন্ডেশন। গাজায় চলমান মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য সংগঠনটি তাদের সংগৃহীত অনুদান মাস্তুল ফাউন্ডেশনের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান, যিনি গাজা সংকট শুরুর পর থেকেই যুদ্ধাহত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন।

অনুদান গ্রহণের পর তিনি বলেন, ‘গোল্ডেন স্টার ফাউন্ডেশনের এই মানবিক সহযোগিতা আমাদের গাজা কার্যক্রমে নতুন গতি যোগ করবে। লেবাননে অবস্থান করেও প্রবাসী বাংলাদেশিরা যেভাবে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।’

লেবাননে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গোল্ডেন স্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম রাতিক বলেন, ‘লেবাননের প্রবাসী বাংলাদেশিরা অনেকদিন ধরে গাজবাসীর জন্য কিছু করতে চাচ্ছিল, অবশেষ আমরা সুযোগ পেয়েছি এই মজলুম ভাই-বোনদের পাশে দাঁড়ানোর। আমি ধন্যবাদ জানাব আমাদের সকল সদস্য, দাতা এবং শুভাকাঙ্ক্ষীদের, যাদের সহযোগিতা নিয়ে আমরা কাজগুলো এগিয়ে নিচ্ছি। লেবাননে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় আমরা ৫ লক্ষ ৩৮ হাজার ২০০ টাকা সংগ্রহ করেছি, যা মাস্তুল ফাউন্ডেশনের মাধ্যমে গাজার মজলুম ভাই-বোনদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।’

গোল্ডেন স্টার ফাউন্ডেশন জানায়, ‘আমাদের উল্লেখ্যযোগ্য সদস্যদের মধ্যে রয়েছে, পরিচালনা কমিটি সদস্য উজ্জ্বল গাজী, আলামিন বেপারী, ভলেন্টিয়ার লিডার আব্দুল জলিল, তমাল চক্রবর্তী, শরিফ ভূঁইয়া, নূরুজ্জামান সরকার, শাহনাজ আক্তার, রাসেল বিশ্বাস, মহিমা আক্তার মুন, হৃদয় দেওয়ান, মেহেদি হাসান, ফরিদ শেখ, রুমা আক্তার, মামুন, ইতি আক্তার, রিপা, সাগর, নাজির, সুমনসহ আরও অনেকেই।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর থেকে মাস্তুল ফাউন্ডেশন গাজায় তাদের আন্তর্জাতিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে একনিষ্ঠভাবে। যুদ্ধ শুরুর পর থেকেই গাজার ধ্বংসস্তূপের ভেতর বেঁচে থাকা মানুষের হাতে পৌঁছে দিচ্ছে খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা সামগ্রী, শিশু খাদ্য ও নগদ সহায়তা। গোলাবর্ষণ ও অবরোধের মধ্যেও মাস্তুলের আন্তর্জাতিক টিম কাজ করছে মিশরের রাফা সীমান্তবর্তী এলাকা থেকে, যেখানে প্রতিদিনই গাজাবাসীদের জন্য পাঠানো হচ্ছে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তার চালান।

মাস্তুল ফাউন্ডেশনের লক্ষ্য শুধুমাত্র ত্রাণ প্রদান নয়, বরং দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও টেকসই সহায়তা নিশ্চিত করা, যাতে যুদ্ধাহত মানুষরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। মিশরে অবস্থানরত মাস্তুলের বিশেষ প্রতিনিধি দল প্রতিনিয়ত হাসপাতাল, শিশু কেন্দ্র ও আশ্রয়কেন্দ্রগুলোতে পৌঁছে দিচ্ছে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সহানুভূতির বার্তা।

গোল্ডেন স্টার ফাউন্ডেশনের এই অনুদান সেই মানবিক প্রচেষ্টার ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করেছে।

পরিশেষে দুই প্রতিষ্ঠানই বাংলাদেশের জনগণ ও প্রবাসী বাংলাদেশীদের আহ্বান জানায়—গাজা এখনো রক্তাক্ত, ক্ষুধার্ত, অসহায়। আসুন, আমরা সবাই মিলেই মানবতার এই যুদ্ধে অংশ নিই।