ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ভয়াবহ আগুন লেগেছে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কালো ধোঁয়ায় আকাশও আচ্ছন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, বিমানবাহিনী ও নৌবাহিনীর ফায়ার ইউনিটসহ বিভিন্ন সংস্থার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন লাগার ফলে নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে। ঢাকা থেকে কিছু আন্তর্জাতিক ফ্লাইট ও ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বিকল্প রুটে পাঠানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বেশ কয়েকটি ফ্লাইট। ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে কিছু আন্তর্জাতিক ফ্লাইট, যা অবতরণ করতে পারেনি। পরিস্থিতি বিবেচনা করে উড্ডয়নের সিদ্ধান্ত পরবর্তীতে নেয়া হবে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে যাত্রী টার্মিনালে আগুনের প্রভাব পড়েনি এবং যাত্রীসেবা স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করছি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই সময়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৪টি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট সব সংস্থা। ফ্লাইট চলাচল আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে দ্রুত স্বাভাবিক হবে।’
এই পরিস্থিতিতে বিমানবন্দরের কার্যক্রম যেন বিঘ্নিত না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। জনসাধারণকে বিমানে ওঠানামা বিষয়ে ধৈর্য ধরতে অনুরোধ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন