শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার, যার লক্ষ্য দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ বৃদ্ধি করা। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুতের খরচ কমানো।
বিদ্যুৎ বিভাগ বলছে, এটি ‘ওপেক্স মডেলের’ মাধ্যমে বাস্তবায়িত হবে। সেখানে প্রতিষ্ঠানগুলোকে সৌর প্রকল্প স্থপানের খরচ বহন করতে হবে না। তবে সেবা ব্যবহার অনুযায়ী সাবস্ক্রিপশন পেমেন্ট করতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, পরিকল্পনার অংশ হিসেবে ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগ পাঁচটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে। যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট।
সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ছাদে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপনে সমঝোতা স্মারকে স্বাক্ষরের জন্য বিদ্যুৎ ভবনে একটি অনুষ্ঠান আয়োজন কর হবে। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সভাপতিত্ব করবেন।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মহিলা ও পরিবার কল্যাণ বিভাগ। প্রতিষ্ঠানগুলো ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভ ‘বি’ বাস্তবায়ন করবে।
বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট চালু হলে প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুতের খরচ উল্লেখযোগ্য হারে কমবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন