টাঙ্গাইলের ঘাটাইলে ঘাস মারার ওষুধ খেয়ে মো. রাহাত (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাহাত উপজেলার রসুলপুর ইউনিয়নের সড়াবাড়ী চেঙ্গার গ্রামের সৌদি প্রবাসী ফজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে রাহাত ঘাস মারার ওষুধ পান করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য কুলসুম খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই দিন আগে ওই যুবক ঘাস মারার ওষুধ পান করেছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা গেছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন